কানাডার অন্টারিওতে ঝলসে গেল ভারতীয় বংশোদ্ভূত দম্পতি!

0
3

কানাডায় মর্মান্তিক পরিণতি ভারতীয় বংশোদ্ভূত দম্পতির। অন্টারিওর ব্রাম্পটনের ভ্যান কার্ক ড্রাইভ এলাকায় বসবাস করত ওই পরিবার। গত ৭ মার্চ অগ্নিকাণ্ডে রাজীব ওয়ারিকু (৫১) এং শিল্পা ওয়ারিকুর (৫১)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দম্পতির কিশোরী কন্যা মেহেকেরও। তবে আগুন লাগার কারণ নিয়ে বাড়ছে ধোঁয়াশা।

পুলিশের তরফে বলা হয়েছে যে দুর্ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিল কীনা বা আগুন বাইরে থেকে লাগান হয়েছে কিনা সেটা স্পষ্ট নয়। এক প্রতিবেশী আগুন জ্বলতে দেখে পুলিশে খবর দেন। পৌঁছয় দমকলও। এর পরেই আগুন নিভিয়ে দেহ উদ্ধারের কাজে লাগেন দমকলকর্মীরা। ওয়ারিকু পরিবারে আগুন লাগার ঘটনা নিয়ে চলছে তদন্ত।