অবশেষে ভোটের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে স্বাক্ষর রাজ্যপালের, দেরি নিয়ে নীরব রাজভবন!

0
1

দীর্ঘদিন আটকে রাখার পরে অবশেষে লোকসভা ভোটের মুখে রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। শনিবার, সকালে রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে (X Handle) এই খবর জনানো হয়। এপ্রিল মাস থেকেই বর্ধিত বেতনের সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিন সকালে রাজভবনের এক্স হ্যান্ডলে লেখা হয়, ২টি বিলে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। একটি পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যদের বেতন (সংশোধন বিল) ২০২৩ এবং অন্যটি পশ্চিমবঙ্গে বেতন এবং ভাতা (সংশোধন) বিল ২০২৩।

গত ৭ সেপ্টেম্বরেই বিধানসভার বাদল অধিবেশনে সমস্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কের বেতন বৃদ্ধি করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর কথায়, “আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।“ বলেন, “আমি বেতন বাড়িয়েছি বেশ করেছি। সুযোগ পেলে আবার বাড়াব।” তবে, তিনি জানান, নিজের বেতন বৃদ্ধি করছেন না।

আগে বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা, তা বেড়ে হল ৫০ হাজার টাকা। প্রতিমন্ত্রীরা মাসে ১০ হাজার ৯০০ টাকা করে বেতন পেতেন। এবার থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। আর রাজ্যের পূর্ণমন্ত্রীদের এতদিন বেতন ছিল ১১ হাজার টাকা। তাঁরা বেতন বাবদ এ বার থেকে ৫১ হাজার টাকা পাবেন।

সরকারের বেতন কাঠামো অনুযায়ী, ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের মিলিয়ে বাংলার বিধায়কেরা মোট ৮১ হাজার টাকা পেতেন। এ বার থেকে তাঁদের মোট প্রাপ্য হবে ১ লক্ষ ২১ হাজার টাকা। রাজ্যের বিরোধী দলনেতা, প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রীরা এবার থেকে প্রায় দেড় লক্ষ টাকা করে পাবেন। রাজ্যপালের সম্মতির পরে এপ্রিল থেকে এই বেতন কার্যকর হবে। তবে, কেন এতদিন ধরে বিলটি রাজভবনে আটকে ছিল, তার কেনই বা ঠিক লোকসভা ভোটের মুখে সেটায় আনন্দ বোস (CV Anand Bose) সম্মতি দিলেন তার কোনও ব্যাখ্যা দেয়নি রাজভবন।