নরেন্দ্র মোদির হায়দ্রাবাদ সফরের দিনই গ্রেফতার তেলেঙ্গানার (Telengana) প্রাক্তন মুখ্যমন্ত্রী কে সি আর কন্যা, বিধায়ক কে কবিতা (K Kavitha)। শনিবার তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ (Rouse Avenue) আদালতে তোলা হলে তিনি দাবি করেন এই গ্রেফতারি ‘বেআইনি’। সেই সঙ্গে ‘লড়ে নেওয়ার’ বার্তাও দেন তিনি। এমনকি তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও এই গ্রেফতারিকে বিজেপির ‘নোংরা রাজনৈতিক খেলা’ বলে দাবি করেছেন। মামলায় শনিবার সাতদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

শুক্রবার হায়দ্রাবাদের বানজারা হিলসের নিজস্ব বাসভবন থেকে কে কবিতাকে নাটকীয়ভাবে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবারই হায়দ্রাবাদের শহরতলি মালকাজি গার্ডেন এলাকায় বিরাট রোড শো করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর সফরের দিনই কবিতার গ্রেফতারিকে কবিতার ভাই তথা তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী কে টি আর রাও বিজেপির ভোটের আগের রাজনীতি বলে দাবি করেছেন। তিনি বলেছেন, “নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে ক্ষমতার অপপ্রয়োগ ও কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের প্রবণতা গত ১০ বছরে বিজেপির মধ্যে অত্যন্ত বেশি বেড়ে গিয়েছে।” পাশাপাশি তিনি মনে করিয়ে দেন সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন। তা সত্ত্বেও যেভাবে ইডি কবিতাকে গ্রেফতার করেছে তাতে সুপ্রিম কোর্টে উত্তর দিতে হবে তাঁদের।

এই ঘটনায় কে কবিতার পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও (Revanth Reddy)। তিনি বলেন, “এটা পরিস্কারভাবে রাজনৈতিক ফায়দার জন্য করা হয়েছে। সাধারণত ইডি আসে, তারপর মোদি আসে। গতকাল তারা দুজনেই একই সময়ে এলো। এটা খুব নোংরা রাজনৈতিক খেলা”।

শনিবার রাউস এভিনিউ আদালতে কবিতাকে পেশের সময় তিনি দাবি করেন, “এটা একটা বেআইনি গ্রেফতারি। আমি লড়াই করে নেব।” তাঁর আইনজীবী জানান ১৯ মার্চ পর্যন্ত তাঁর এই তদন্তে সুপ্রিম কোর্টে রক্ষাকবচ দেওয়া রয়েছে। তার আগে এই গ্রেফতার সর্বোতভাবে বেআইনি।






































































































































