কেন দলে নেওয়া হল স্টার্ককে? আইপিএল শুরুর আগে জানালেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর

0
1

হাতে আর মাত্র কয়েকদিন , তারপরই শুরু ২০২৪ আইপিএল। সেই প্রস্তুতিতে ব্যস্ত ১০ দল। ২২ মার্চ প্রথম ম্যাচে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর ২৩ মার্চ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি সানরাইজার্স হাইয়দরাবাদ। সেই প্রস্তুতি আজ থেকেই শুরু করে দিতে চলেছে কেকেয়ার শিবির। গতকালই শহর কলকাতায় পা রেখেছেন মেন্টর গৌতম গম্ভীর।

আসন্ন আইপিএল-এ কেকেআরের হয়ে খেলবেন মিচেল স্টার্ক। দীর্ঘদিন পর আইপিএল-এ ফিরছেন তিনি। স্টার্কে কেকেআর দলে নিয়েছেন ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে। কেন এত টাকা দিয়ে স্টার্ককে দলে নিল নাইট শিবির? সেই নিয়ে মুখ খুললেন মেন্টর গৌতম গম্ভীর। এই নিয়ে তিনি বলেন, “ আমার মনে হয় না স্টার্কের উপর টাকার চাপ থাকবে। আমি শুধু আশা করি অস্ট্রেলিয়ার হয়ে ও যে ভাবে বল করে, কলকাতার হয়েও সেটা করুক।”

দীর্ঘ কয়েক বছর আইপিএল-এর ট্রফি ঘরে ঢোকেনি কেকেআরের। ২০১২ এবং ২০১৪ সালে কেকেআরের সেই আইপিএল জয়ের সময় অধিনায়ক ছিলেন গম্ভীর। তিনি এ বার দলের মেন্টর।তাই কলকাতায় ফেরা গম্ভীরের কাছে ঘরে ফেরার মতো। এই নিয়ে তিনি বলেন, “কেকেআর আমার কাছে শুধু একটা দল নয়। এটা আমার কাছে একটা আবেগ। এখানে ফিরে ভাল লাগছে। জানি সকলের প্রত্যাশা থাকবে। আমি চেষ্টা করব সেটা পূরণ করার।“

আরও পড়ুন- BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস