আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টি! বড় আপডেট হাওয়া অফিসের

0
2

ঝড়-বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবারই দিয়েছিল আবহাওয়া দফতর (Weather Office)। সেই মতোই শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) সম্ভাবনা কলকাতা(Kolkata)-সহ রাজ্যের একাধিক জেলায়। শুক্রবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। তবে শনিবার ও মঙ্গলবার অন্যান্য দিনের তুলনায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সকালে সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা(Temperature) ছিল ২৬.৫ ডিগ্রি।

তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। পাশাপাশি শুক্রবার বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর। অন্যদিকে এদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, এই সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলা বৃষ্টিতে ভিজতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আবার বিদর্ভ থেকে তামিলনাডু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখাটি তেলেঙ্গানার ওপর দিয়ে বয়ে গিয়েছে। এছাড়াও অসম, মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়ার এমন খামখেয়ালিপনা লক্ষ্য করা যাচ্ছে। এদিন আলিপুর আরও জানিয়েছে, ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এই ৬ জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।