অসম্পূর্ণ স্টেশন, প্রথমদিনের ইস্ট-ওয়েস্ট মেট্রো সফরে আসা যাত্রীরা সমস্যায়

0
4

প্রবল উন্মাদনা যাত্রীদের মধ্যে। প্রথমদিনের ইস্ট-ওয়েস্ট মেট্রো চড়তে আসা যাত্রীরা মূলত গঙ্গার তলা দিয়ে যেতে কেমন লাগছে, তারই সাক্ষী হতে চাইলেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই স্টেশন – হাওড়া ও এসপ্ল্যানেডে চূড়ান্ত অব্যবস্থায় বেশ খানিকটা নাকাল হতে হল যাত্রীদের। প্রথমদিনের গঙ্গার তলার মেট্রো সফরে আসা অতি উৎসাহীরা অবশ্য সে সবের পরোয়া না করেই দিনভর ভিড় জমিয়ে রাখলেন গঙ্গার ওপারের প্রথম রুটে।

মার্চের ৬ তারিখ দীর্ঘ টালবাহানার পর হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কাজ অসম্পূর্ণ থাকায় সাধারণ মানুষের জন্য চালু হতে পারেনি মেট্রো পরিষেবা। শুক্রবার থেকে সেই পরিষেবা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল ঘটা করে। প্রথম ট্রেনে রেলের আধিকারিকদের সঙ্গে সওয়ারি হন শিল্পী অনুপম রায়। এদিন সকালে মেট্রোয় দেখা যায় গায়ক রূপঙ্করকেও। সকাল ৭টায় প্রথম মেট্রোর চাকা গড়ায় হাওড়া ময়দান থেকে। আপাতত একটি রেকই যাতায়াত করছে এই রুটে।

একটি রেক নিয়ে পরিষেবা শুক্রবার শুরু হওয়ায় হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, এসপ্ল্যানেড – সব স্টেশনেই প্রবল ভিড় হয়। গঙ্গার এপারের মানুষ বহু বছর ধরে নিয়মিত মেট্রো চড়ে অভ্যস্থ হলেও গঙ্গার ওপারের মানুষ প্রথমবার ঘরের কাছে মেট্রো পেয়েছেন। তাই উৎসাহও ছিল চোখে পড়ার মতো। তবে মেট্রোর রেক ঘোরানোর হাওড়া ময়দানে কোনও জায়গা না থাকায় একটি রেকই এই রুটে যাতায়াত করে প্রথমদিন। সেই সঙ্গে হাওড়া স্টেশন থেকে মেট্রো সফরে আসা সাধারণ যাত্রীরা চূড়ান্ত হয়রানির মুখে পড়েন। ১২ নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে মেট্রোয় ঢোকার গেট থাকলেও সেখানে পৌঁছাতে রীতিমত নাক বেড় দিয়ে কান ধরতে হয়। পরিষেবার এই সমস্যার জন্য মেট্রো কর্তৃপক্ষ আবার ক্ষমাপ্রার্থনাও করেন।

সেই সঙ্গে এসপ্ল্যানেড স্টেশনে গ্রিন লাইন থেকে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনের স্টেশনে আসতে রীতিমত নাকাল হতে হয় সঠিকভাবে নির্দেশ না দেওয়া থাকায়। এমনকি বেশ কিছু জায়গায় ভুল নির্দেশিকাও দেখা যায়। যদিও সেসবের পরোয়া না করেই প্রথমদিনের মেট্রো সফরের অংশীদার হতে ভিড় করেন আট থেকে আশি। সেলফি থেকে ভিডিও তোলার হিড়িকেও খামতি রাখেনি তারা।