হাতে মাত্র কয়েকদিন , তারপরই শুরু ২০২৪ আইপিএল। এই আইপিএল-এ ফিরছেন দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ। ভয়াভয় গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘ ১৫ মাস পর মাঠে ফিরছেন পন্থ। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। আর অনুশীলনে পন্থকে দেখে খুশি দলের কোচ রিকি পন্টিং।

এদিন পন্টিং বলেন, “ গতবছর পন্থকে খুব মিস করেছিলাম। ও থাকলে গোটা দল আনন্দে থাকে। ও দলে ইতিবাচক মানসিকতা নিয়ে আসে। এবার সেটা দেখতে পাচ্ছি। আগের মতোই ফর্মে ব্যাট করছে পন্থ। ওকে ফর্মে ফিরতে দেখে গোটা দলের উৎসাহ আরও বেড়ে গিয়েছে।“
২৩ তারিখ প্রথম ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি পাঞ্জাব কিংস। গতবছরের ব্যর্থতা কাটিয়ে এই বছর ঘুরে দাঁড়াতে মরিয়া দিল্লি। সেই কথাই যেন পন্টিং-এর কথায় উঠে এল। এই নিয়ে পন্টিং বলেন, “ আমি প্লে-অফে খেলার কথা ভাবি না। আমি শুধু জেতার কথা ভাবি। সেটাই দলের সবাইকে বলেছি। সবাই সে ভাবেই তৈরি হচ্ছে। প্রতিবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই আমরা শুরু করি। এবারও সেটা করব। আশা করছি এবার ফল ভাল হবে। তবে সবে শুরু হয়েছে। এখনও পুরো দমে অনুশীলন শুরু করতে পারিনি। প্রথম ম্যাচের কথা এখনও ভাবছি না। ধীরে ধীরে নিজেদের তৈরি করছি। আশা করছি, আইপিএল শুরু হওয়ার আগে সবাই নিজেদের সেরা ফর্মে চলে আসবে।”
আরও পড়ুন- হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র, ম্যানসিটির সামনে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার সামনে পিএসজি



 
 
 
 



































































































































