বাংলায় এক দফা ভোটের দাবি জানাল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাফ বলেন, পাঁচ বা সাত দফা নয় এক দফায় ভোট চাই।  জাতীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের দাবি ৪২ টি আসনেই একদিনে ভোট করতে হবে। এরই পাশাপাশি তিনি দাবি করেন, বাংলায় যে কেন্দ্রীয় বাহিনী আসবে তারা যেন কেন্দ্রের হয়ে কাজ না করেন।এ বিষয় তিনি স্মরণ করিয়ে দেন ২০২১ এর শীতলকুচির ঘটনার কথা।সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।
এদিন কুণাল কটাক্ষ করে বলেন, এসইউসিআই যেখানে ৪২ টা আসনেই প্রার্থী দিতে পারছে, সেখানে সিপিএম সব আসনে প্রার্থী দিতে পারছে না! আসলে সিপিএম এবং কংগ্রেস বিজেপির বিটিম হিসেবে তৃণমূলের ভোট কাটার কাজ করবে। সিপিএম কংগ্রেস আইএসএফকে সুবিধাবাদী জোট বলে কটাক্ষ করেন কুণাল।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































