হাওড়া ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Howrah bridge)। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারে ধাক্কা মারলো যাত্রীবাহী বাস। আহত কমপক্ষে ১০ জন। এদিন দুপুরে মেটিয়াবুরুজ – হাওড়া রুটের বাস স্ট্র্যান্ড রোড থেকে ব্রিজে ওঠার জন্য বাঁদিকে ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পিলারে ধাক্কা মারে। ঝাঁকুনির জেরে ছিটকে পড়েন যাত্রীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া ট্রাফিক গার্ডের আধিকারিকরা। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করা হয়। যেভাবে বাসের গতি ছিল তাতে বাস যদি সেতুর রেলিং ভেঙে গঙ্গাবক্ষে পড়ে যেত তাহলে আরও অনেক বড় দুর্ঘটনা হতে পারতো বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখা হচ্ছে।