গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সূত্রের খবর কোকিলাবেন হাসপাতালে আজ সকালে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বলিউড শাহেনশার। এখনও পর্যন্ত বর্ষীয়ান অভিনেতার হেলথ আপডেট নিয়ে কোনও মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি। হাসপাতালে তাঁর পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অমিতাভ। এদিন সকালে শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্রে খবর আপাতত তিনি স্থিতিশীল আছেন। যদিও চিকিৎসকরা এ নিয়ে কোনও বিবৃতি দেননি।








































































































































