আইপিএল শুরুর আগেই জোর ধাক্কা দিল্লি শিবিরে, ছিটকে গেলেন এই তারকা বোলার

0
2

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু হতে চলেছে ২০২৪ আইপিএল। ২২ মার্চ প্রথম ম্যাচে নামছে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২৩ তারিখ নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি পাঞ্জাব কিংস। আর তার আগেই জোর ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়দের দলে। আগেই ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক নাম তুলে নিয়েছিলেন।এবার ছিটকে গেলেন জোরে বোলার লুনগি এনগিডি। চোটের কারণে খেলবেন না দক্ষিণ আফ্রিকার বোলার। যদিও বদলিও পেয়ে গিয়েছে দিল্লি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেক ফ্রেজার-ম্যাকগুর্ককে নিয়েছে তারা।

এদিন আইপিএলের তরফে এক বিবৃতিতে জানান হয়, এই মরশুমে চোটের কারণে এনগিডি খেলতে পারবেন না। বদলে জেক দলে যোগ দেবেন। আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ২৫টি উইকেট নিয়েছেন এনগিডি। অতীতে তিনি চেন্নাইয়ের হয়েও খেলেছেন। অন্য দিকে, অস্ট্রেলিয়ার হয়ে দু’টি একদিনের ম্যাচ খেলেছেন জেক। একই ধাঁচের বোলার বলে তাঁকে দলে নেওয়া হয়েছে।

তবে আসন্ন মরশুমে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। দীর্ঘ ১৫ মাস পর ফের মাঠে নামতে চলেছেন তিনি। যা তে খুশির আবহ দিল্লি শিবিরে।

আরও পড়ুন- ‘টি-২০ বিশ্বকাপ জিততে হলে দলে কোহলিকে প্রয়োজন’, গুঞ্জন উড়িয়ে বললেন এই প্রাক্তন ক্রিকেটার