আলিয়ার জন্মদিনে ‘সারপ্রাইস’ পার্টি রণবীরের, অতিথি তালিকায় কারা!

0
3

বলিউডের ‘গাঙ্গুবাঈ’ -এর বার্থ ডে বলে কথা, স্পেশ্যাল আয়োজন যে থাকবে সে আর নতুন কী। কিন্তু স্বামী যে এইরকম ‘সারপ্রাইস’ দেবেন সেটা কল্পনাতেও আনতে পারেননি আলিয়া ভাট (Alia Bhatt)। আজ বলিউড অভিনেত্রীর জন্মদিন। বৃহস্পতিবার রাত থেকেই সেলিব্রেশন শুরু। স্বামী রণবীর কাপুর (Ranbir Kapoor) জন্মদিন শুরু হওয়ার আগেই বিশেষ নৈশভোজে নিয়ে গেলেন আলিয়াকে। তবে শুধু দম্পতিই নয়, মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে দুই পরিবারের উপস্থিতি দেখে চমকে গেলেন নায়িকা। আসলে সবটাই বরের প্ল্যান।

আলিয়া পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। গত বছর এই দিনে লন্ডনে শ্যুটিং থাকার কারণে RK একাই সেখানে পৌঁছে গেছিলেন। কিন্তু এবছর মায়ানগরীতেই রয়েছেন মহেশ-কন্যা। তাই দুই পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ পার্টি আয়োজন করা হল। সোনালি রংয়ের কো-অর্ডসেট ড্রেসের সঙ্গে নীলরঙা জিনস্-এ দেখা যায় অভিনেত্রীকে। তাঁর সঙ্গে ছিলেন রণবীর। তাঁর পরনে কালো পোশাক। এ ছাড়াও ছিলেন সোনি রাজ়দান, নীতু কাপুর, আলিয়ার বোন শাহিন ভাট এবং অভিনেত্রীর বান্ধবী ঈশা অম্বানি। রাতের পার্টিতে রাহাকে দেখা না গেলেও আজ বার্থডে কেক মেয়েকে কোলে নিয়েই কাটবেন আলিয়া। এদিন সকাল থেকেই বলিউডের অভিনেতা অভিনেত্রীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন মিস্টি নায়িকাকে।