জুন মালিয়ার সমর্থনে শনিবার বেলদায় “জনগর্জন সভা অভিষেকের

0
5

এবার পশ্চিম মেদনীপুরে “জনগর্জন” সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামিকাল, শনিবার বেলদা স্টেডিয়ামে বেলা তিনটে তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়ার সমর্থনে সভা করবেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনের আগেও প্রচার করতে পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সভা থেকে অভিষেক কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন জেলার কর্মী সমর্থকরা।

ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন মেদনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া, নারায়ণগড়ের বিধায়ক সূর্য অট্ট, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ সহ জেলা নেতৃত্ব। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও নারায়ণগড় বিডিও অফিসে বৈঠকও করেছেন মেদিনীপুরের প্রার্থী। জুন মালিয়া বলেন, “১৬ মার্চ আমাদের দলের সেনাপতি অভিষেক আসছেন। আমার হয়ে প্রচার করবেন তিনি।”

শনিবারের সভার লক্ষাধিক মানুষের জময়েতের টার্গেট নিয়েছে তৃণমূল। জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, দীর্ঘদিন পর ফের জেলায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা শুনতে মুখিয়ে রয়েছেন জেলার নেতাকর্মীরা।

আরও পড়ুন- সময়ের আগেই নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ! কমিশনের তথ্যে বিজেপিকে ‘আড়ালের চেষ্টা’?