শহর জুড়ে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ৫৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ (Kolkata Police)। পোস্তা, বড়বাজার এবং বউবাজার এলাকায় অভিযান চালিয়ে এই নগদ উদ্ধার হয়েছে। ঘটনার যোগসূত্র ধরে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন সৌরভ সিং, চন্দ্রমোহন ঠাকুর এবং প্রদীপ সিং। লালবাজার (Lalbazar)সূত্রে খবর সৌরভের থেকে প্রায় ১৪ লক্ষ ৩২ হাজার টাকা, চন্দ্রমোহনের থেকে ১০ লক্ষ এবং প্রদীপের থেকে প্রায় ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই টাকার উৎস সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেননি অভিযুক্তরা।
বেশ কিছুদিন ধরেই হাওয়ালার মাধ্যমে শহরে অর্থ ঢুকছে এবং বেআইনি লেনদেন হচ্ছে বলে কলকাতা পুলিশের কাছে খবর ছিল। এরপর লালবাজারের গুণ্ডাদমন শাখা বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর তল্লাশি চালিয়ে মোট ৫৪ লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার করে। গতকাল কাশীপুর এলাকায় এক ব্যাক্তির ক্রেডিট কার্ডের থেকে প্রায় আড়াই লক্ষ টাকা প্রতারণার কথা জানা গেছিল। পরে অবশ্য সাইবার সেলের তৎপরতায় সেই টাকা আসল মালিকের অ্যাকাউন্টে পৌঁছে যায়। তবে ভোটের আগে এইধরণের কাজের প্রবণতা বাড়তে থাকায় চিন্তিত লালবাজারের গোয়েন্দারা।