গাজার ত্রাণ শিবিরে প্যালেস্টাইনিদের ওপর ইজরায়েলি হামলায় মৃত্যু ২৯ জনের, আহত ১৫০

0
3

গাজা ভূখণ্ডে ফের ত্রাণ শিবিরে প্যালেস্টাইনিদের ওপর হামলা চালাল ইজরায়েলি সামরিক বাহিনী। ত্রাণের অপেক্ষায় থেকে প্রাণ গেল ২৯ জনের, আহত আরও ১৫০ জন।গাজার  স্বাস্থ্য মন্ত্রকের দাবি, মধ্য গাজার আল-নুসেইরাতে ত্রাণ বিলির সময় সেই শিবিরের উপর হামলা চালায় ইজরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে, একই সময় দেইর আল-বালায় আরও একটি ত্রাণ শিবিরে হামলা চালানো হয় বলে জানা গিয়েছে।ইতিমধ্যেই, প্রায় সাড়ে পাঁচ মাস ধরে চলতে থাকা হামলার কারণে খাদ্য, জল সঙ্কট ও ত্রাণ সামগ্রীর অভাবের প্রভাব পড়ছে সব প্যালেস্টাইন শরণার্থীদের উপর।

দুদিন আগেও,  উত্তর গাজার একটি এলাকায় ত্রাণ পাঠানো হয়। সেই ত্রাণ নিতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। আহত হন আরও ২৫ জন। জানা গিয়েছে, ত্রাণ নেওয়ার সময় তাঁদের লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি ট্যাঙ্কারগুলি। গাজা স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী, হামাসের সঙ্গে লড়াই শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত  মৃত্যু হয়েছে ৩১ হাজার মানুষের। আহত হয়েছেন প্রায় ৭২ হাজার মানুষ।

যদিও, গাজার আল-নুসেইরা ও দেইর আল-বালার ত্রাণ শিবিরে হামলার কথা অস্বীকার করে সেটি ‘মিথ্যা’ বলে দাবি করা হয়েছে ইজরায়েলের তরফে।গত ২৯ ফেব্রুয়ারিতেও একটি ত্রাণ শিবিরে হামলা চালিয়েছিল ইজ়রায়েল বাহিনী। ত্রাণ নেওয়ার জন্য অপেক্ষারত প্যালেস্টাইনিদের উপর হামলা চালানো হয় বলে দাবি গাজা প্রশাসনের। সেই হামলায় ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।