মাঠেই নিজের প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন বিশ্বের প্রথম ঘোষিত সমকামী ফুটবলার জশ কাভালো। নিজের ক্লাবের মাঠে অ্যাডিলেড ইউনাইটেডে হাঁটু গেড়ে বসে প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন তিনি। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কাভালো নিজেই।
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কাভালো লিখেছেন, “নিজের প্রিয় মানুষের সঙ্গে বছরটা শুরু করলাম। এভাবে মাঠে প্রস্তাব দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য অ্যাডিলেড ইউনাইটেডকে ধন্যবাদ। সঙ্গে আংটি ও হৃদয়ের ইমোজি দিয়েছেন কাভালো । এরপর তিনি আরও লেখেন, আমি কোনও দিন ভাবিনি এভাবে ওকে বিয়ের প্রস্তাব দিতে পারব। মাঠেই এই সম্পর্কের শুরু। তাই ওকে প্রস্তাব দেওয়ার জন্য মাঠের থেকে ভাল জায়গা ছিল না। “
Starting this year with my fiancée ?❤️
Thank you @adelaideunited for helping set up this surprise.
You have provided a safe space in football, one that I never in my dreams thought could ever be possible. To share this special moment on the pitch, where it all started ⚽️ pic.twitter.com/9ThwrN2Yol
— Josh Cavallo (@JoshuaCavallo) March 13, 2024
২০২১ সালে প্রথমবার নিজেকে সমকামী বলে ঘোষণা করেন কাভালো। মাত্র ২১ বছর বয়সেই ঘোষণা করেছিলেন, তিনি সমকামী। এই নিয়ে কাভালো তখন জানিয়েছিলেন, “আমি শুধু ভালো ফুটবল খেলতে চাই, অন্য সমস্ত খেলোয়াড়দের মতো। আর পাঁচটা ফুটবলারের মতো আমাকেও একই নজরে দেখা হোক।নিজের পছন্দ কখনও লুকিয়ে রাখতে চাইনি। আমি যা সেটাই সবাইকে বলেছি। এতে লজ্জার কিছু নেই।
আরও পড়ুন- ভারতের খেলতে এসে হে.নস্থার স্বীকার ফুটবলার, থানায় অভিযোগ দায়ের