কপালে গুরুতর আঘাত, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাসপাতালে ছুটলেন অভিষেক!

0
8

গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কপাল ফেটে রক্তারক্তি কাণ্ড। দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital)ভর্তি করান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটলো তা এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে আঘাতের কথা জানানো হয়েছে এবং সকলকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করতে অনুরোধ করা হয়েছে।

সূত্রের খবর সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠান থেকে ফেরার পথে রাসবিহারীর কাছে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন মমতা। যদিও অসমর্থিত সূত্র জানাচ্ছে বাড়িতেই পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই এই দুর্ঘটনা। রাত ৮ টার কিছু সময় পরে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে সাড়ে বারো নম্বর ভিআইপি কেবিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলছে। ইতিমধ্যেই পরিবারের লোকজন সহ মন্ত্রী পরিষদের সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন। এস SSKM এ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পৌঁছেছেন।