প্রয়াত হয়েছেন মুর্শিদাবাদের ভগবানগোলার প্রাক্তন বিধায়ক ইদ্রিস আলি। পদত্যাগ করেছেন বরানগরের বিধায়ক তাপস রায়। এই দুই আসনে বিধানসভার উপনির্বাচন হবে আসন্ন লোকসভার নির্বাচনের সঙ্গেই।
এই দুই উপ নির্বাচনের প্রস্তুতি নিয়ে শুক্রবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন । জানা গিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে জরুরি পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সকাল ১১ টা থেকে এই বৈঠক বসবে। ইতিমধ্যেই এই দুই জেলার সম্পূর্ণ রিপোর্ট পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। ওই বৈঠকের পরই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর একইসঙ্গে হবে এই দুই বিধানসভার উপনির্বাচন।





































































































































