মাতৃহারা হলেন অভিনেতা শাশ্বত! শোকের ছায়া পরিবারে

0
1

প্রয়াত হলেন অভিনেতা (Actor) শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) মা (Mother)! বুধবার রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জলি চট্টোপাধ্যায় (Anjali Chatterjee)। সূত্রের খবর, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বিশিষ্ট অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের (Subhendu Chatterjee) স্ত্রী। পরিবার সূত্রে খবর, সম্প্রতি পড়ে গিয়ে পায়ে চোট পান তিনি। সেকারণেই গত শনিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তবে বর্তমানে সমস্ত কাজ কাটছাঁট করে কলকাতায় (Kolkata) ফিরেছেন শাশ্বত।

 

এ প্রসঙ্গে শাশ্বতর স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায় জানান, “শরীরে টুকটাক সমস্যা ছিল। কিন্তু কোনওটাই মারাত্মক পর্যায়ে পৌঁছয়নি। চোট থেকেই সমস্যা বেড়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শরীরে সংক্রমণ হয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাচ্ছিল। শেষমেশ আর বাড়ি ফেরানো গেল না”। তিনি আরও জানান, মহুয়া বললেন, “শাশ্বত ঠিক আছে। নিজেকে সামলে নিয়েছেন। ওর শুটিং ছিল মুম্বইয়ে। মায়ের অসুস্থতার জন্য সব বাতিল করে দিয়েছিলেন।” এদিকে মায়ের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পরিবার। শাশ্বতরা দুই ভাই। অঞ্জলিদেবী থাকতেন শাশ্বতর ছোট ভাই শুভদীপ চট্টোপাধ্যায়ের গল্ফগ্রীনের ফ্ল্যাটে। আর সেখানেই পড়ে গিয়ে চোট পান তিনি।