মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকেই চালু হচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো। পরিষেবা শুরুর আগেই ছাটাই ঘিরে উত্তাল হাওড়া ময়দান মেট্রো স্টেশন। ১২ বছর ধরে এই রুট তৈরির সময় যে কর্মীরা নিরাপত্তার কাজ করে এসেছেন, মেট্রো চালু হতেই কর্মহীন হয়ে পড়ছেন তাঁরা। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। একদিকে রাজ্যে যখন সাধারণ মানুষকে কর্মহীন হওয়া থেকে রক্ষা করতে মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প চালু করছেন, সেখানে কেন্দ্র সরকার বাংলার সাধারণ মানুষকে কর্মহীন করতেই তৎপর।
বুধবার সকালে হাওড়া ময়দান মেট্রোর বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন নিযুক্ত নিরাপত্তাকর্মীরা। তাঁদের অভিযোগ তাঁরা যে সংস্থার অধীনে কর্মরত ছিলেন সেই সংস্থার সঙ্গে চুক্তি করেনি মেট্রোরেল কর্তৃপক্ষ। বুধবার রাত থেকে তাঁদের আর কাজ থাকছে না বলে জানিয়েছে তাঁদের সংস্থা। বিক্ষোভরত নিরাপত্তাকর্মীদের দাবি, নতুন সংস্থায় তাঁদেরও কাজ দিতে হবে।
যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কোনও আশ্বাস তাঁরা পাননি। ফলে শুক্রবার একদিকে রাজ্যে দীর্ঘ কয়েক দশকের পর গঙ্গার তলা দিয়ে মেট্রো চালু হলেও তার আগের দিন থেকে কর্মহীন হয়ে পড়বেন বহু মানুষ, এটাই মোদির গ্যারান্টি, কটাক্ষ রাজনীতিকদের।