সামনেই লোকসভা নির্বাচন, তার আগে রাজ্যজুড়ে শুরু তৃণমূলের ‘অধিকার যাত্রা’। আজ থেকে আগামী ১০ দিন বাংলার ২৯৪ বিধানসভা কেন্দ্রে পৌঁছে যাবেন তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকেরা। তুলে ধরবেন কেন্দ্রীয় বঞ্চনার কথা। ভোটের আগে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
১০০ দিনের কাজের টাকা পাওয়ার অধিকার, আবাসে ঘর পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও কেন্দ্র লাগাতার বঞ্চনা করে চলেছে। এই বার্তা নিয়েই লোকসভা ভোটের প্রচারে শুরু হচ্ছে তৃণমূলের ‘অধিকার যাত্রা’ ৷ লোকসভা নির্বাচনের প্রার্থীদের পাশাপাশি তৃণমূল বিধায়ক এবং স্থানীয় নেতারাও এই অধিকার যাত্রায় অংশ নেবেন বলে জানা যাচ্ছে। প্রত্যেক প্রার্থী নিজের নিজের কেন্দ্র থেকেই এই যাত্রা শুরু করবেন। গ্রাম পঞ্চায়েত ও পুরসভা এলাকায় হবে এই যাত্রা। এর জন্যে প্রায় ৫০০০ নেতা-নেত্রী-কর্মী যোগ দেবেন। ‘জমিদারের বিসর্জন’ স্লোগান বা পোস্টার ব্যবহার করা হবে এই অধিকার যাত্রায় বলেই তৃণমূল সূত্রে খবর।