মেডিক্যাল কলেজে সফল অ.স্ত্রোপচার, চোখের পাশ থেকে বের করা হল গু.লি

0
1

ডান চোখ ও নাকের মাঝে গেঁথে ছিল বেলুন ফাটানোর গুলি। অস্ত্রোপচার করে সেই গুলি বের করল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। অল্পের জন্য রক্ষা পেল চার বছরের শিশুকন্যার চোখ।

জানা গিয়েছে, বর্ধমানের বাসিন্দা ওই শিশু সোমবার মেলায় গিয়েছিল। তখনই বেলুন ফাটাতে গিয়ে কারোর লক্ষ্যভ্রষ্ট করে গুলিটি লাগে ওই শিশুর নাক ও ডান চোখের সংযোগস্থলে। খুব কাছ থেকে গুলিটি লাগায় সেই একেবারে বিঁধে যায়। রাতে ব্যথা বাড়তেই ঘটনার কথা বাড়ির লোককে বলে সেই শিশু। তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিংহোমে। সেখান থেকে স্থানান্তর করা হয় কলকাতা মেডিক‌্যাল কলেজে। ইএনটি’র অধ‌্যাপক ডা. দীপ্তাংশু মুখোপাধ‌্যায় বলেন, মঙ্গলবার তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় পরীক্ষার পর অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। বেলুন ফাটানোর গুলিটি শিশুটির চোখের খুব কাছে বিঁধে ছিল। বরাত জোরে চোখ বেঁচে গেছে। অস্ত্রোপচারের পর ক্রমশ সুস্থ হচ্ছে বাচ্চাটি।

আরও পড়ুন- প্রার্থী ঘোষণার পরই ময়দানে, প্রাক্তন বিচারপতিকে ক.টাক্ষ করে তমলুকে প্রচার শুরু দেবাংশুর