প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে মূর্তি, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

0
1

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) স্মৃতিতে একডালিয়া এলাকায় উন্মোচন হবে তাঁর মূর্তি। বৃহস্পতিবার একডালিয়া রোডের পার্কে প্রয়াত মন্ত্রীর মূর্তি উন্মোচন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান এই তৃণমূল নেতার। মাত্র ২৬ বছর বয়সেই রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী নির্বাচিত হন তিনি। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী ছিলেন সুব্রত।

আরও পড়ুন- গুড়াপে দু.র্ঘটনায় মৃ.তদের পরিবারের পাশে রাজ্য, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর