অভিনেত্রী থেকে পুরোদমে নেত্রী। পোশাক-আশাক থেকে চলনবলন, একেবারে দলনেত্রী ছায়া! মর্যাদার কেন্দ্র যাদবপুরে নাম ঘোষণা হওয়ার পরই কোমর বেঁধে জনসংযোগে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
মঙ্গলবার বারুইপুর পশ্চিম কেন্দ্রে ভোট প্রচার করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। এদিন বারুইপুরের পদ্মপুকুর এলাকায় অভিনব কায়দায় প্রচার করতে দেখা গিয়েছে সায়নীকে। প্রথমে এলাকার সমস্ত দলীয় কাউন্সিলর ও বারুইপুর পশ্চিম বিধানসভার সব তৃণমূল পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির সঙ্গে সায়নীর পরিচয় করিয়ে দেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

এরপর সেখানে একটি সাংগঠনিক বৈঠকও হয়। তারপর বারুইপুর কাছারি বাজার থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত একটি ছোট্ট র্যালিও করা হয়। র্যালিতে পা মেলান সায়নী। প্রচার চলাকালীন বারুইপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত একটি রেস্টুরেন্টে ঢুকে পড়েন যাদবপুরের তৃণমূল প্রার্থী। তাঁদের সঙ্গে মোমো তৈরিতে হাত লাগান। এমন ভূমিকায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে অভ্যস্ত সকলে। এবার নেত্রীকে অনুসরণ করে জনসংযোগ সায়নীর।
আরও পড়ুন- রাজ্যে ভুয়াে ভোটার নিয়ে অ.ভিযোগ! কমিশনের কাছে মুখ পু.ড়ল বিজেপির



































































































































