দুই বাসের রেষারেষিতে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা, আহত একাধিক বাসযাত্রী

0
1

ব্যস্ত সকালে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা (Road Accident In Second Hooghly Bridge) । দুই বাসের রেষারেষিতে পণ্যবাহী গাড়িতে ধাক্কা। সূত্রের খবর, কে আগে যাবে তাই নিয়ে ওভারটেক করতে যাওয়ায় সামনে দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা মারে একটি বাস। পেছনের বাসটি আবার দ্রুত ব্রেক কষতে গিয়ে সামনে থাকা বাসে ধাক্কা মারে। এর জেরে পণ্যবাহী গাড়ি উল্টে গিয়ে রাস্তায় মোবিল ছড়িয়ে পড়ে। দুই বাসের প্রায় ৭-৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাদের এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয়।

দ্বিতীয় হুগলী সেতুতে রাস্তায় কাজ চলার জন্য এমনিতেই একটি লেন বন্ধ করা আছে। তাই এত লেন দিয়ে গাড়ি চলাচলের সময় এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাহত হয় ট্রাফিক ব্যবস্থা। পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছে। ব্রিজের যে অংশে মোবিল পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে সেখানে বালি ফেলে তা যাতায়াতের উপযোগী করা হচ্ছে।