ডার্বি জয় অতীত, এবার পুরনো প্রতিপক্ষকে বধ করতে নতুন রণকৌশল তৈরি মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেজ় হাবাসের (Antonio Lopez Habas)। সল্টলেক স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স-এর কাছে পরাজিত হয়েছিল মোহনবাগান। আজ বদলার লড়াই কেরালার মাঠে (Mohun Bagan vs Kerala Blasters match today)। ডার্বি খেলে দু’দিন পরেই আবার খেলতে নামতে হচ্ছে মোহনবাগানকে। এই ম্যাচেই ক্লান্তি ভুলবে ছেলেরা, আত্মবিশ্বাসী কোচ।
কেরালার মতো দলের বিরুদ্ধে খেলতে নামা যে চাপের তা জানেন হাবাস। সেই কারণে তিনি কেরালার দর্শকদের কাজে লাগাতে চান। দর্শকের উন্মাদনা খেলোয়াড়দের উদ্দীপিত করবে বলে মনে করছেন আগ্রাসী কোচ। প্রথম পর্বের খেলায় কলকাতায় এসে মোহনবাগানকে হারিয়েছিল কেরালা। তখন অবশ্য কোচ ছিলেন জুয়ান ফেরান্দো। তবে এই ম্যাচে বদলা নেওয়ার সুযোগ থাকছে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সবুজ মেরুন শিবির। পরিস্থিতি যা-ই হোক না কেন, জয় ছাড়া কিছু ভাবছেন না হাবাস। তাঁর লক্ষ্য ৩ পয়েন্ট।আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স খেলা শুরু।