শহরে বায়ুসেনা প্রধান, উদ্বোধন অত্যাধুনিক দুই নয়া যু.দ্ধজাহাজের

0
1

উপকূলবর্তী এলাকার পাহারায় এবার জলে নামতে চলেছে দুটি নয়া যুদ্ধজাহাজ। বুধবার কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের হাতে তৈরি এই দুই যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বায়ুসেনা প্রধান বিবেক রাম চৌধুরীর স্ত্রী নীতা চৌধুরী। উপস্থিত ছিলেন স্বয়ং বায়ুসেনা প্রধানও।

আইএনএস অগ্রয় এবং আইএনএস অক্ষয় জাহাজ দুটিতে রয়েছে বিধ্বংসী রকেট ও টর্পেডো। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান ও এমডি কমোডোর পি আর হরি জানান, শত্রু জাহাজকে ঘায়েল করতে ও প্রতিপক্ষের রকেট ও মিসাইল থেকে আত্মরক্ষার জন্য এই জাহাজ দুটির জুড়ি মেলা ভার। শীঘ্রই জাহাজ দুটিকে নৌসেনার হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন- বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! পরিযায়ী শ্রমিকদের জন্য এবার ভিন্ন স্বাস্থ্যসাথী কার্ড চালু রাজ্যের