স্বপ্নটা ছেড়েই দিয়েছিলেন। এক বন্ধুর ক্যাটারিংয়ের কাজে প্রতিদিন ২০০ টাকায় কাজ করতে যেতেন মহম্মদ সিরাজ। সাদা টি শার্ট ও কালো প্যান্ট পরে বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন করতেন তিনি। ক্রিকেটার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) জীবনটাই যেন আস্ত একটা রূপকথা। ছোট থেকেই তিনি ভালোবাসতেন ক্রিকেট খেলতে। কিন্তু ছোটবেলার ভালোবাসাকে যে পেশা করা যায়, তা কোনওদিনই ভাবেননি ভারতীয় পেশার মহম্মদ সিরাজ।
বুধবার ৩০ বছরে পা দিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এদিন এক ভিডিও বার্তায় মহম্মদ সিরাজ জানান, ‘২০১৯ সালে ক্রিকেট ছেড়ে দেব ভেবেছিলাম। কিন্তু সেই দুঃসময় আমার পাশে ছিলেন বাবা-মা ও দাদারা। ওরা আমাকে সবাই ক্রিকেটে মন দিতে বলেন।’ তার আগে পরিবারকে সামলাতেন বাবা। অটো চালিয়ে ১০ জনের পরিবারের মুখে খাবার তুলে দিতেন। কিন্তু বয়সের সঙ্গে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলতে থাকেন।
তবে এখন শখেই দারুন রুমালি রুটি ও চিকেনের নানান পদ রান্না করতে পারেন বলে নিজেই জানিয়েছেন ভারতীয় পেসার। বর্তমানে ভারতীয় দলের এ গ্রেড (Grade-A) ক্রিকেটার মহম্মদ সিরাজ। যাঁর বছরে মোট আয়ের পরিমাণ ২৫ কোটি টাকা। বোর্ডের বাৎসরিক চুক্তি থেকে পান ৫ কোটি। আইপিএল-এ খেলে পান ১০ কোটি টাকা। এছাড়া, স্পনসর ও বিজ্ঞাপন ও সারা বছর বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ খেলে পান আরও ১০ কোটি টাকা।
হায়দ্রাবাদের বানজারা হিলসে রয়েছে সিরাজের প্রাসাদোপম বাড়ি। বাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল, জিমন্যাসিয়াম, থিয়েটার হলও। রয়েছে পাঁচটি বিলাসবহুল গাড়ি, যার মধ্যে রয়েছে বিএম ডব্লুউ, ল্যাম্বারগিনি, মার্সিডিজও। রয়েছে কিছু ব্যবসাও, যা এখন দেখাশোনা করেন মহম্মদ সিরাজের দাদারা।