ভবানীপুরের ব্যবসায়ীকে কুপিয়ে খুন! দুদিন পর উদ্ধার দেহ, গ্রেফতার ২

0
1

ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লখানি গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে থানায় মিসিং ডায়েরি করা হয় বালিগঞ্জ থানায় (Ballygung Police Station)। তদন্তে নেমে পুলিশ মোবাইল ফোন ট্রেস করে টাওয়ার লোকেশন উদ্ধার করে এবং জানতে পারে অপহরণ করা হয়েছে ব্যবসায়ীকে। অবশেষে দুদিন পর উদ্ধার হল তাঁর দেহ। ব্যবসায়িক শত্রুতার জেরে ভব্য লখানিকে নিমতায় ডেকে এনে উইকেট দিয়ে মেরে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালবাজার সূত্রে খবর অভিযুক্ত অনির্বাণ গুপ্ত ও সুমন দাস ভবানীপুরের ব্যবসায়ীকে প্রাথমিকভাবে অপহরণ করেন। মৃত ব্যাবসায়ীর বছর চুয়াল্লিশ বয়স৷ ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক লেন এর বাসিন্দা৷  পরিবার সূত্রের খবূর, গত পরশু থেকেই কোনও খোঁজ মিলছিল না তাঁর৷ ব্যবসায়ের পার্টনার অনির্বাণ যে এমন কাণ্ড করতে পারেন তা কেউ ভাবতেও পারেননি। অপহরণের পর বচসা বাড়তে থাকায় নৃশংসভাবে খুন করা হয়। প্রথমে মাথায় উইকেটের বাড়ি মেরে খুন৷ তারপর দেহ ঢুকিয়ে দেওয়া হল জলের ট্যাঙ্কে৷ এখানেই শেষ নয়, দেহ জলের ট্যাঙ্কে ঢোকানোর পরে মধ্যরাতে তা ইঁট দিয়ে গেঁধে ফেলার চেষ্টাও চলছিল৷ নিমতার এই ঘটনায় ইতিমধ্যেই তটস্থ গোটা এলাকা৷ ট্যাংকের পাশে পাঁচিল তুলতে গেলে প্রতিবেশীরা ধরে ফেলেন। এরপরই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বালিগঞ্জ থানায় অ্যাডিশনাল সিপি এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের অধিকর্তারা পৌঁছে গেছেন বলে জানা যাচ্ছে।