বহরমপুরেই বিক্ষোভের মুখে অধীর, ভোটের আগে পরিষেবার নামে ফায়দা তুলতে মাঠে

0
2

লোকসভায় কংগ্রেস এখনও পর্যন্ত বাংলার একটি প্রার্থীও ঘোষণা করেনি। বামেদের সঙ্গে কংগ্রেসের জোট এখনও আটকে রয়েছে। সেই পরিস্থিতিতে বহরমপুরে আদৌ অধীর চৌধুরি লড়াই করছেন কি না, তা হয়তো নিজেই খানিকটা নিশ্চিত হতে এলাকায় ‘পরিষেবা’ দিতে বেরিয়ে ছিলেন কংগ্রেস রাজ্য সভাপতি। কিন্তু বিনা কারণে রাজনীতি করতে আসার অভিযোগ তুলে অধীরকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতৃত্ব।

অধীর চৌধুরীর দাবি বহরমপুর শহরের ইন্দ্রপ্রস্থ এলাকায় রাস্তা ও নিকাশি নালার সমস্যা রয়েছে। পুরসভা সেই সমস্যার সমাধানে তাঁর সাংসদ কোটা থেকে টাকা খরচ করতে বাধা দিচ্ছে। বুধবার সেই এলাকায় পরিদর্শনে যান পরিষেবা দেওয়ার জন্য।

তাতেই বিনা কারণে রাজনীতি করার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। ভোটের আগে এসে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভের মুখে ফিরে যান কংগ্রেস সাংসদ।