ভারতীয় বায়ুসেনার তেজস বিমান ভেঙে পড়ল জয়সলমীরে

0
3

মঙ্গলবার দুপুরে রাজস্থানের জয়সলমীরের কাছে ভারতীয় বায়ুসেনার হালকা মাপের যুদ্ধবিমান তেজস (Tejas) ভেঙে পড়ার কারণে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় কেউ হতাহত না হলেও তেজস বিমানের গ্রহণযোগ্যতা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এই তেজস বিমানেই ২০২৩ সালের নভেম্বর মাসে প্রায় ৩০ মিনিট সওয়ারি করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

ভারতীয় বায়ুসেনা জানিয়েছে প্রশিক্ষণ চালাকালীন মঙ্গলবার জয়সলমীরের (Jaisalmer) মরুভূমি লাগোয়া এলাকায় ভেঙে পড়ে বিমানটি। বিমানচালককে সাবধানে বের করে আনা সম্ভব হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে ভারতীয় বায়ুসেনা।

দেশে তৈরি এই বিমানের ওপরই রাজস্থানের পশ্চিম বরাবর পাকিস্তান সীমান্তে নজরদারি রাখার পরিকল্পনা করা হয়েছিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। রাজস্থানের বিকানিরের পাকিস্তান লাগোয়া নল এয়ারবেস (Nal airbase) থেকে এই বিমানগুলি অপারেট করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিমানে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য পাবে ভারতীয় বায়ুসেনা যার মধ্যে অন্যতম নাইট ভিশন ও ফ্লাইট কন্ট্রোল টেকনোলজি। তবে মঙ্গলবার সেই বিমান ভেঙে পড়ায় নির্ভরযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন।