একেবারেই সুস্থ ঋষভ পন্থ। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যার ফলে আসন্ন আইপিএল ২০২৪ খেলতে কোন বাঁধা রইলো না পন্থের সামনে। ভয়াভয় গাড়ি দুর্ঘটনার পর অস্ত্রোপচার হয় পন্থের। তারপর থেকে এনসিএ-তে রিহ্যাব করছিলেন তিনি। দীর্ঘ ১৫ মাস ধরে মাঠের বাইরে ছিলেন পন্থ। অবশেষে ফিরতে চলেছেন ক্রিকেটের বাইশগজে।

এই নিয়ে এদিন বোর্ডের তরফে জানানো হয়, ১৪ মাসের রিহ্যাবের পর সুস্থ হয়ে উঠেছেন পন্থ। ২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় তাঁর প্রাণ সংশয় ছিল। তবে এখন তিনি সুস্থ এবং আইপিএলে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে খেলতে পারবেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে রয়েছেন পন্থ। সেই দলের অধিনায়কও তিনিই।
গতকালই ঋষভকে নিয়ে মুখ খুলে ছিলেন বোর্ড সচিব জয় শাহ। তিনি বলেছিলেন, “ পন্থ ভাল ব্যাটিং এবং কিপিং করছে। খুব তাড়াতাড়ি ওকে ফিট ঘোষণা করা হবে। যদি পন্থ টি-২০ বিশ্বকাপ খেলতে পারে তাহলে আমাদের কাছে সেটা খুব বড় ব্যাপার হবে। কারণ পন্থ আমাদের দলের সম্পদ। যদি ও কিপিং করতে পারে তাহলে বিশ্বকাপ খেলতে পারে। দেখা যাক আইপিএলে ও কেমন পারফর্ম করে।“ আর মঙ্গলবার পন্থকে ফিট ঘোষণা করে বিসিসিআই।

২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পন্থ। তাঁর মাথা, পিঠ এবং হাঁটুতে চোট লাগে। অস্ত্রোপচারও করানো হয়। প্রায় একবছর তিনমাস পর সুস্থ হলেন পন্থ। টি-২০ বিশ্বকাপের আগে পন্থের সুস্থ হয়ে ওঠা ভারতের জন্য বড় প্রাপ্তি। আসন্ন আইপিএলে ভাল খেললে বিশ্বকাপের দলেও জায়গা করে নিতে পারেন পন্থ। এখন দেখার মাঠে ফিরে কেমন পারফরম্যান্স করেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার।
? ?????? ?? ??????? ????:
After undergoing an extensive 14-month rehab and recovery process, following a life-threatening road mishap on December 30th, 2022, @RishabhPant17 has now been declared fit as a wicket-keeper batter for the upcoming #TATA @IPL 2024…
— BCCI (@BCCI) March 12, 2024
আরও পড়ুন- ‘বাজবলের থিওরিতে বদল দরকার’, ভারতের কাছে সিরিজ হেরে বললেন বাজবলের জনক ম্যাকালাম







































































































































