CAA লাগুর প্রতিবাদে বুধবার শিলিগুড়িতে মিছিল করার কথা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, বিকেলে শিলিগুড়ির সভা থেকে নিজেই জানান সিএএ-এনআরসির প্রতিবাদে শিলিগুড়ির মৈনাক হোটেল থেকে ভেনাস মোড় পর্যন্ত মিছিল করবেন। কিন্তু রাত বাড়তেই জানা যায়, ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রশাসনিক কারণে শিলিগুড়ির (Siliguri) সরকারি অনুষ্ঠান সেরেই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার, দুপুরে হাবড়ায় সরকারি পরিষেবা প্রদান ও সভার পরে সরকারি শিলিগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী। হাবড়ার পরে, সেখানেও CAA লাগুর প্রতিবাদে তীব্র আক্রমণ করেন। বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “ক্যা (CAA) আমার পছন্দ নয়। কিছুদিন আগে আধার কার্ড ডি অ্যাক্টিভেট করা হচ্ছিল। মানুষের অধিকার চিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা কী করবেন সেটা আপনাদের ব্যাপার।”

তোপ দেগে মমতা বলেন, CAA-NRC মানছি না, মানব না। ঘোষণা করেন, তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে বুধবার প্রতিবাদ মিছিল করেন তৃণমূল সুপ্রিমো। সবাইকে সেই মিছিলে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু পরে নবান্ন সূত্রে জানানো হয়, মুখ্যমন্ত্রীর ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, ভিডিওকনের মাঠে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি হওয়ার কথা ছিল তাতেও পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উত্তরকন্যা থেকেই সকালের দিকে নিজের কর্মসূচি সেরে দ্রুত কলকাতায় (Kolkata) ফিরবেন মুখ্যমন্ত্রী। তবে ঠিক কী এই পরিবর্তন তা এখনও বিস্তারিত জানানো হয়নি।
আরও পড়ুন- চলন্ত গাড়িতে গণধর্ষণ! পুলিশি তৎপরতায় ২ অভিযুক্ত গ্রেফতার




































































































































