পরনে সাদা কাছা, মাতৃহারার হাতে দলের পতাকা! কনভয় থামিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী!

0
6

ফের মুখ্যমন্ত্রীর মানবিক মুখের সাক্ষী থাকল রাজ্য। এবার কনভয় থামিয়ে সদ্য মাতৃহারা তৃণমূল কর্মীর সঙ্গে রাস্তায় গাড়ি থামিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবরায় কর্মসূচিতে যাওয়ার জন্য বাড়ি থেকে হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্দেশে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডে তাঁকে দেখে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক দলীয় পতাকা নিয়ে অপেক্ষা করছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন পিন্টু মণ্ডল।

সম্প্রতি, মাতৃবিয়োগ হয়েছে পিন্টু মণ্ডলের। তাঁর পরনে ছিল সাদা কাছা। হেলিপ্যাড গ্রাউন্ডে ঢোকার মুখেই তাঁকে দেখে গাড়ি থামিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসা করেন, কে মারা গিয়েছে? পিন্টু জানান, মা। মুখ্যমন্ত্রী জানতে চান, কত বয়স হয়েছিল? পিন্টু জানান, ৭৫ বছর। মাতৃহারা পিন্টুকে সমবেদনা জানিয়ে তাঁকে সাবধানে থাকতে বলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই মানবিক আচরণ দেখে অভিভূত পিন্টু ও তাঁর সঙ্গে অন্যান্য তৃণমূল কর্মীরা।