আইপিএলে কি খেলবেন SKY? নিজেই জানালেন সেকথা

0
5

সামনেই ২০২৪ আইপিএল। ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২৪ । তবে তার আগে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, আসন্ন আইপিএল-এ কি মাঠে দেখা যাবে মুম্বই ক্রিকেটার সূর্যকুমার যাদব? সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। এরপরই প্রশ্ন ওঠে কবে থেকে মাঠে দেখা যাবে SKY-কে? আর এবার সেই প্রশ্নের উত্তর স্বয়ং দিলেন সূর্য নিজেই। সূর্যের চোট নিয়ে একটা ধোঁয়াশা দেখা গিয়েছিল। তাঁর কোথায় চোট লেগেছে? গোড়ালিতে? না কি স্পোর্টস হার্নিয়া হয়েছে তাঁর? আর সেই নিয়েই ধোঁয়াশা মিটালেন সূর্য।

এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় সূর্য লেখান, “ কয়েকটা কথা পরিষ্কার করতে চাই। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। যাঁরা জানেন না তাঁদের বলতে চাই, আমার স্পোর্টস হার্নিয়া হয়েছিল। কয়েক সপ্তাহ আগে অস্ত্রোপচার হয়েছে। গোড়ালিতে কিছু হয়নি। আমি সুস্থ হয়ে উঠছি। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে।” আর এই কথা সূর্যের কথা থেকে পরিষ্কার, গোড়ালির কোনও সমস্যা হয়নি তাঁর। স্পোর্টস হার্নিয়ার যে সমস্যা হয়েছিল সেখানে অস্ত্রোপচার হয়েছে। তারপর থেকে সুস্থ হয়ে উঠছেন তিনি।আর এতেই মনে করা হচ্ছে আসন্ন আইপিএল -এ খেলতে দেখা যেতে পারে সূর্যকে।

গত বছর তৃতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৬ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচ জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনে। সেই ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি পায়ে মারাত্মক চোট পান। তারপর মাঠের বাইরে চলে যান। ফিল্ডিং করার সময় তাঁর গোড়ালি মুচড়ে যায়। শেষ পর্যন্ত সতীর্থদের কাঁধে ভর দিয়ে তিনি মাঠ ছাড়েন।

আরও পড়ুন- ডার্বিতে জয় পেলেও দলের খেলায় খুশি নন হাবাস