বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর কর্মসূচি থেকে পুলিশের উপর হামলা

0
2

লোকসভা ভোট (Loksabha Election) যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বিরোধীদের সন্ত্রাস। সবচেয়ে বেশি সন্ত্রাসের ঘটনা ঘটছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরে (East Midnapore)। সম্প্রতি, নন্দীগ্রামে (Nandigram) বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হয়েছিল তৃণমূল(TMC)। এবার সরাসরি পুলিশের উপর হামলার ঘটনা।

কাঁথিতে এবার বিজেপি প্রার্থী করেছে শুভেন্দুর ভাই সৌমেন্দুকে। তাঁর একটি কর্মসূচিতে ‘হামলা’র মুখে পুলিশ! ঘটনায় আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী। অভিযোগে তির বিজেপির দিকে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় খেজুরিতে।

খেজুরি-২ নম্বর ব্লকের শ্যামপুর মোড়ে দলের নেতাদের সঙ্গে সভা করছিলেন তিনি। নিরাপত্তা দিতে সেখানে হাজির ছিল পুলিশ। কিন্তু তাঁদের উপরই হামলা চালালো বিজেপি। অভিযোগ, সভা চলাকালীন পুলিশের গাড়িতে হামলা চালান বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপির পাল্টা অভিযোগ, তখনও সভা শেষ হয়নি। এসপিডিও-র নেতৃত্বে পুলিশের একটি গাড়ি জোর করে ঢোকার চেষ্টা করে ভিড়ের মধ্যে! সভা বানচাল করার চেষ্টা করা হয়। আহত হন দলের ৪ কর্মীরা।

এই ঘটনার পর কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক বলেন, ”পুলিশের উপর আক্রমণ চালিয়েছে বিজেপি কর্মীরা। পুলিশের কাছে তার ফুটেজ আছে। আইন আইনের পথে চলবে।”