মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাকে সত্যি করে সংশোধিত নাগরিকত্ব আইনের বিজ্ঞপ্তি জারি করার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে চারটি সভা করেছেন সেখান থেকে বিজেপি নেতারা বারবার এই আইন লোকসভা নির্বাচনের আগেই লাগু হওয়ার সম্ভাবনার কথা জোর গলায় বলেছেন। সোমবার একটি সূত্রে প্রচারিত হয় রাতেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন আইন লাগু হলে তা থেকে এই আইনের আওতায় আসা নাগরিকরা কীভাবে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন সেই বিষয়েও নিয়ম প্রকাশিত হবে। যদিও বাংলার কোনও নাগরিককে ডিটেনশন ক্যাম্পে নেওয়া হবে না বলে জোর দিয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি তাঁদের ‘শেল্টার’ দেওয়ারও প্রতিশ্রুতি দেন।









































































































































