শুভ রমজান, শুভেচ্ছা মুখ্যমন্ত্রী-অভিষেকের

0
1

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বারবার তাঁকে সকলকে নিয়ে চলতে দেখা গিয়েছে। এবারেও ট্যুইট করে রমজান মাসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সকলকে জানাই রমজান মাসের শুভেচ্ছা। এই পবিত্র মাস সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

অপরদিকে, সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, এই পবিত্র মাস সকলের জীবনে বয়ে আনুক সুখের পরশ। সম্প্রীতি ও সংহতির প্রীতি বন্ধনে আবদ্ধ থাকুক সকল মানুষ।

রমজান মাস আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। হিজরি চন্দ্রবর্ষের নবম মাসের আরবি নাম রমাদান। যা ফারসি, উর্দু, হিন্দি ও বাংলা ভাষায় উচ্চারণে এটি হয় রমজান। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র নবম মাসের শুরুতে আকাশে ক্ষীণ চাঁদের দেখা পাওয়া গেলে সেদিন থেকে শুরু হয়ে যায় রমজান মাস৷ পবিত্র এই আরবি ক্যালেন্ডার মাসজুড়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষ সিয়াম বা রোজা পালন থাকেন৷ এইসময় প্রতিদিন ভোরে সেহরি খাওয়া এবং দিনের শেষে ইফতারের মাধ্যমে রোজা ভাঙা হয়৷

আরও পড়ুন- কেরলে লাগু হবে না সিএএ, সাফ জানিয়ে দিলেন বিজয়ন