টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতে বিশেষ উদ্যোগ নেয় বিসিসিআই। ভারতীয় ক্রিকেটাররা যাতে বেশি করে টেস্ট খেলে তার জন্য নতুন ব্যবস্থা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক মরশুমে কোনও ক্রিকেটার যদি বেশি টেস্ট খেলেন, তাহলে ‘ইনসেন্টিভ’ হিসাবে তিনি বছরের শেষে আলাদা করে টাকা পাবেন। এমনটাই ঘোষণা করেন বোর্ড সচিব জয় শাহ। যদিও বোর্ড সচিবের এই ঘোষণাকে খোঁচা দিয়েছিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দ্রাবিড়ের কথার সঙ্গে সুরে সুর মেলাননি রোহিত। তিনি বরং বোর্ডের উদ্যোগের প্রশংসা করেছেন।
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় রোহিত লেখেন, “টেস্ট ক্রিকেট সেরা ফরম্যাট আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার জন্য বোর্ড এবং জয় শাহ যেভাবে নেতৃত্ব দিচ্ছেন সেটা দেখে খুব ভাল লাগছে।” প্রসঙ্গত, জয় শাহের ঘোষণার পরে ভারতীয় দলের হেড কোচ দ্রাবিড় বলেছিলেন, “টেস্ট ক্রিকেট খেলার জন্য কোনও ইনসেন্টিভের দরকার হয় না। তবে এতদিন পরে যে টেস্ট খেলাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এটা দেখে ভাল লাগছে। টেস্ট খুবই কঠিন ফরম্যাট। বোর্ড বুঝতে পেরেছে এটা একটা পুরস্কার, কোনও ইনসেন্টিভ নয়।”
আরও পড়ুন- আইপিএল-এ কি কামব্যাক হচ্ছে না পন্থের? রইল আপডেট