লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় একঝাঁক বিধায়ক, ক’টি আসনে হবে উপনির্বাচন!

0
2

তৃণমূলের প্রার্থী তালিকায় একের পর এক চমক। রবিবার ব্রিগেডের ‘জনগর্জন’ মঞ্চ থেকেই ঘোষণা করা হয়েছে লোকসভা নির্বাচনে প্রার্থীদের নাম। আর সেখানে ৪২ আসনের মধ্যে ১১টিতে লড়বেন বর্তমান মন্ত্রী-বিধায়করা। ফলে জিতলে সেই সব আসনে ফের উপনির্বাচন হবে।

আসন্ন লোকসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee And Abhishek Banerjee)। তালিকায় ইতিমধ্যেই ভোট ময়দানে লড়াইয়ে জয়ী নেতা-নেত্রীদের মনোনীত করা হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে যাঁরা প্রতিপক্ষকে ভালো ফাইট দিয়েছেন, সেই জয়ী ১১ জন বিধায়ককে লোকসভা ভোটে এবার প্রার্থী করা হয়েছে। সেখানে একদিকে নাম রয়েছে পার্থ ভৌমিক, জুন মালিয়া, হাজি নুরুল ইসলাম, নির্মলচন্দ্র রায়দের। আবার রয়েছে বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যাওয়া বিধায়ক কৃষ্ণ কল্যাণী বা বিশ্বজিৎ দাসও। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেওয়া রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীও প্রার্থী হয়েছে।

একনজরে লোকসভায় বিধায়ক-প্রার্থীদের নাম

  • নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক– ব্যারাকপুর থেকে প্রার্থী
  • সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া– কোচবিহার থেকে প্রার্থী
  • ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায় – জলপাইগুড়ি থেকে প্রার্থী
  • রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী– রায়গঞ্জ থেকে প্রার্থী
  • রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী – রানাঘাট থেকে প্রার্থী
  • পটাশপুরের বিধায়ক উত্তম বারিক– কাঁথি থেকে প্রার্থী
  • হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র – বালুরঘাট থেকে প্রার্থী
  • বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস– বনগাঁ থেকে প্রার্থী
  • হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম – বসিরহাট থেকে প্রার্থী
  • মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া – মেদিনীপুর থেকে প্রার্থী
  • তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী – বাঁকুড়া থেকে প্রার্থী

এবার লোকসভা ভোটে বর্তমান বিধানসভার ১১ জন সদস্যকে প্রার্থী করেছে তৃণমূল (TMC)। এই ১১ জনই জয়ী হলে বিধানসভার ১১টি আসন শূন্য হবে। সেক্ষেত্রে ওই আসনগুলিকে পূরণ করতে উপনির্বাচনের করতে হবে। এর সঙ্গে ঝুলে রয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের পরে ফের, একপ্রস্থ বিধানসভা উপনির্বাচন হবে বাংলায়।