‘তাড়াতাড়ি খেলা শেষ করো, আমরা পাহাড় দেখতে যাব’, ইংল্যান্ডের ক্রিকেটার বললেন সরফরাজ, কিন্তু কেন ?

0
2

‘তাড়াতাড়ি খেলা শেষ করুন, আমরা ঘুরতে যাব’,গতকাল ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ইংরেজ ক্রিকেটার শোয়েব বশিরকে এমনটাই বলতে শোনা গেল সরফরাজ খান। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরুছে ভারতীয় দল। সিরিজের ফলাফল ৪-১। আর এই ম্যাচেই ঘটল এমন ঘটনা।

গতকাল ভারতের জয় তখন সময়ের অপেক্ষা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তখন ৯ উইকেট পড়ে গিয়েছে। তবু ব্যাট হাতে সাধ্যমতো লড়াই চালাচ্ছিলেন বশির। সে সময় বশিরের উদ্দেশে সরফরাজকে বলতে শোনা গিয়েছে, ‘‘তাড়াতাড়ি মেরে খেলা শেষ করো। তাহলে আমরা পাহাড়ের বরফ দেখতে যেতে পারব।’’ সরফরাজের কথা শোনা গিয়েছেন স্টাম্প মাইক্রোফোনে।

গতকাল পঞ্চম টেস্ট মাত্র তিন দিনে শেষ করে ফেলে টিম ইন্ডিয়া। ইংরেজকে ইনিংস এবং ৬৪ রানে হারায় রোহিত শর্মার দল। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পরেও ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারতীয় দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এরকম নজির দ্বিতীয় নেই। আর এর সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ শীর্ষে পৌঁছে যায় ভারতীয় দল।

আরও পড়ুন- আজ বড় ম্যাচ, মাঠে প্রবেশে কী কী নিষেধাজ্ঞা সমর্থকদের কাছে ? রইল বিস্তারিত