লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী রাজ্যের শাসকদলকে বারবার মিথ্যা অপবাদ দিয়েছেন আবাস যোজনার ঘর নিয়ে। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কতটা মিথ্যা প্রচারে মানুষকে ভুল বোঝাচ্ছেন তার প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সঙ্গে মঞ্চ থেকেই ঘোষণা করে দিলেন বাংলার মানুষকে মাথার ওপরে ছাদ তৃণমূল পরিচালিত সরকারই দেবে।

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “২০২১-২২ অর্থবর্ষ থেকে কোনও টাকা দেয়নি কেন্দ্র সরকার। না দিয়েই বলছে খেয়ে ফেলেছে। মোদিবাবু কথা বলছেন কিছু অফিসারের কথা শুনে। মোদিবাবুকে বলব তথ্যটা যাচাই করে নিন।”

এরপরই তিনি আবাস যোজনায় বাংলার বঞ্চনার আসল ছবিটা তুলে ধরেন। তৃণমূল সুপ্রিমো বলেন, “কেন্দ্র দিয়েছে ২৯ হাজার কোটি, আমরা দিয়েছি ২০ হাজার কোটি। আমরা ৪৩ হাজার বাড়ি তৈরি করে দিয়েছিলাম। তারপর দু বছর ধরে বাড়ির টাকা এক পয়সাও দেননি। ১১ লক্ষ মানুষকে দেবে বলে স্ক্রুটিনি করার পরেও দেয়নি। আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি, যদি ১ মে-র মধ্যে বাড়ি না দেয় ১১লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেব। আমাদের সরকার গরিব মানুষের জন্য তৈরি করবে।”

সেই সঙ্গে সাধারণ মানুষের অধিকার আবাসের বাড়ি নিয়ে রাজ্যের বিজেপি সাংসদদের আসল চেহারাও প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, “১৮টা সিটে বিজেপি জিতেছিল। কী করেছে? বাংলার মানুষ ১৮ এমপি জিতিয়েছিল। তারপর থেকে অত্যাচার শুরু করেছে। সব বন্ধ করে দিয়েছে বাংলার।”


 
 
 
 


































































































































