কেন দরজা বন্ধ করেননি প্রতিবেশী, কান কামড়ে খেলেন গৃহবধূ!

0
3

দরজা বন্ধ করা নিয়ে বচসার জেরে কী মারাত্মক পরিণতি হল প্রতিবেশীর! পেশায় রিকশা চালক রামবীর বাঘেল ভাড়া থাকতেন নিউ আগ্রা অঞ্চলে (New Agra)। স্থানীয় সূত্রে জানা যায় গত ৪ মার্চ অন্য এক ভাড়াটের পরীক্ষা ছিল। তাই তাঁকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সকাল ৬টার সময় বেরিয়ে যান ওই ব্যক্তি। তাড়াহুড়োয় বাইরের দরজা বন্ধ করতে ভুলে যান তিনি। এরপরই পাশের বাড়ির রাখি নামে এক মহিলা ভাড়াটে এই নিয়ে চিৎকার শুরু করেন। বচসা এতটাই বাড়ে যে শেষমেশ হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। রামবীর রাখিকে থামানোর চেষ্টা করলে মহিলার স্বামী রিকশাচালককে চেপে ধরেন। এই অবস্থায় আচমকাই গৃহবধূ রামবীরের কান কামড়ে লতি ছিঁড়ে নেয় বলে অভিযোগ।

আগ্রার (Agra) এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৫ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছে বলে জানা যায়। অভিযোগ ছিঁড়ে নেওয়া কানের অংশ মুখ থেকে ফেলে দিতে বলা হলেও শোনেননি অভিযুক্ত মহিলা। তদন্তে পুলিশ।