উদ্বোধন আগেই হয়ে গেছে, কিন্তু গঙ্গার তলা দিয়ে যাত্রী সফর শুরু কবে? গত কয়েকদিন ধরে উঠতে থাকা এই প্রশ্নের জবাব দিল মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। হাওড়া ময়দান- এসপ্ল্যানেড রুটে যাত্রী পরিবহণ শুরু হতে চলেছে চলতি মাসেই। গঙ্গার তলা দিয়ে মেট্রো সফর নিয়ে উত্তেজিত সকলেই। ৬ মার্চ প্রধানমন্ত্রী এই রুটের উদ্বোধন করে দিলেও কবে থেকে সাধারণ মানুষ সফর করতে পারবেন সেটা নিয়ে ধোঁয়াশা ছিল। মেট্রোর তরফে শনিবার জানানো হল আগামী শুক্রবার অর্থাৎ ১৫ মার্চ থেকেই যাত্রী নিয়ে গঙ্গা পারাপার করবে দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো।
শনিবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানান এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটের পাশাপাশি ১৫ তারিখ থেকেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেও মেট্রো চলাচলও শুরু হবে। গঙ্গার তলা দিয়ে অফিস টাইমে ১২ মিনিট অন্তর মেট্রো চলবে। রুবি- নিউ গড়িয়া রুটে ২০ মিনিট এবং জোকা-তারাতলা রুটে ২৫ মিনিট অন্তর পরিষেবা মিলবে।