বিজেপি এ যুগের “জমিদার”! ‘জনগর্জন সভা’র আগে অ্যানিমেটেড ভিডিও প্রকাশ তৃণমূলের

0
2

শিয়রে লোকসভা ভোট। তার আগে ব্রিগেডে জনসভার ডাক দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাত পোহালেই তৃণমূলের সেই “জনগর্জন সভা”! এই সভা থেকেই তৃণমূল আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রচার শুরু করবে। দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও ভিনরাজ্য থেকে দলের নেতারাও আসবেন ব্রিগেডের মঞ্চে। সবমিলিয়ে তৃণমূলের ব্রিগেডের মেগা সমাবেশের দিকে নজর সব মহলের।

এই সভাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালাচ্ছে ঘাসফুল শিবির। বাংলার সাধারণ ও বঞ্চিত মানুষকে সঙ্গে নিয়ে বিজেপি বিরোধী ‘গর্জন’এর ভিডিও প্রকাশ করল তৃণমূল। ৩৩ সেকেন্ডের সেই ভিডিওতে কেন্দ্রের শাসক দল বিজেপিকে ব্রিটিশ অত্যাচারী শাসকের সঙ্গে তুলনা করেছে তৃণমূল। সোশাল মিডিয়ায় প্রকাশিত সেই অ্যানিমেশন ভিডিওয়র বিজেপির একাধিক স্বৈরাচারী নেতিবাচক কার্যকলাপ তুলে ধরা হয়েছে।

রবিবারের ‘জনগর্জন সভা’ থেকে মোদি সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠবে বাংলা। তৃণমূলের বার্তা, “স্বাধীন ভারতবাসীর পায়ে ফের একবার পরাধীনতার শিকল পরাতে চাইছে জমিদার বিজেপি! এই অত্যাচারীদের চিরকালের মতো উপড়ে ফেলতে হবে। আগামিকাল ব্রিগেডের জনগর্জন সভায় সেই প্রতিজ্ঞাই নেবে সারা বাংলা!” অ্যানিমেটেড ভিডিওয় বিজেপিকে আধুনিক যুগের জমিদার বলে উল্লেখ করে দেখানো হয়েছে, বিজেপি নারী নির্যাতনকারী, কৃষকবিরোধী।