ভোটের আগে উত্তর বাংলাকে মোদি দিলেন শুধুই রেল আর সড়ক

0
1

লোকসভা ভোটের আগে উত্তর বাংলার জন্য ৪৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে উত্তর বাংলার মন জয়ের মরিয়া চেষ্টা নরেন্দ্র মোদির। ইতিমধ্যেই নির্বাচনের প্রার্থী ঘোষণার পর থেকে সাংসদ জন বার্লাকে নিয়ে বিপাকে বিজেপি। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী উত্তর বাংলার উন্নয়নে শুধুই যোগাযোগ মাধ্যম দিলেন। রেল আর সড়ক ছাড়া নতুন কোনও উন্নয়নের খোঁজ পাওয়া গেল না প্রধানমন্ত্রীর শিলিগুড়ির সরকারি মঞ্চ থেকে।

শনিবার রেলের যে সব প্রকল্পের উদ্বোধন হয় তার মধ্যে উল্লেখযোগ্য রেলের বৈদ্যুতিকরণ পথের উদ্বোধন। একলাখি—বালুরঘাট বিভাগ, বারসোই—রাধিকাপুর বিভাগ, রানিনগর জলপাইগুড়ি— হলদিবাড়ি বিভাগ, শিলিগুড়ি—আলুয়াবাড়ি বিভাগ ভায়া বাগডোগরা, শিলিগুড়ি—সেবক—আলিপুরদুয়ার জংশন—সামুকতলা (আলিপুর দুয়ার জংশন—নিউ কোচবিহার) বিভাগে বৈদ্যুতিকরণের পর রেলপথ উদ্বোধন হল এদিন। প্রধানমন্ত্রীর দাবি, “রেলপথের বৈদ্যুতিকরণের ফলে বন্যজীব ও অরণ্য প্রাকৃতিক দূষণ থেকে বাঁচবে।”

এই প্রকল্পের পাশাপাশি বাংলাদেশ থেকে রাধিকাপুর পর্যন্ত রেলপথ চালু করারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বাংলার জন্য ১৪ হাজার কোটির রেল প্রকল্পের ঘোষণার পাশাপাশি সড়ক পথের প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ডুয়ার্স, দার্জিলিং, গ্যাংটক, মিরিকে সড়ক পরিকল্পনার ঘোষণা করেন তিনি। সেই উদ্দেশ্যে ৩১০০ কোটি টাকা মূল্যের দু’টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।