১) ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে ডার্বির টিকিট বিতর্ক মিটলেও নতুন সমস্যায় পড়ল ইস্টবেঙ্গল। আইএসএলে ফিরতি ডার্বির তারাই আয়োজক। ইস্টবেঙ্গল গ্যালারির সঙ্গে মোহনবাগানের টিকিটের দামের বৈষম্য দূর করতে আসরে নামেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

২) ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সংখ্যা ৮ উইকেট হারিয়ে ৪৭৩। ২৫৫ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে শতরান রোহিত শর্মা-শুভমন গিলের। অর্ধশতরান সরফারাজ খান এবং দেবদত্ত পাড্ডিকালের। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট শোয়েব বাসির।
৩) মার্চের ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে ২০২৪ আইপিএল। সেই প্রস্তুতিতে ব্যস্ত প্রতিটি দল। প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর তার আগে দলকে বিশেষ বার্তা আরসিবি অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসির। ফিটনেসের দিক দিয়ে বিরাটের উদাহরণ টানলেন তিনি।

৪) ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল। পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখালেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। দু’জনই করলেন শতরান। ১১০ রান করেন শুভমন গিল। আর গিলের শতরানের পরই আবেগে ভাসলেন তাঁর বাবা লখীন্দর গিল। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৫) আর কয়েক ঘণ্টা পরেই কলকাতা ডার্বি। যদিও আইএসএলের ফিরতি ডার্বি নিয়ে আলাদা কোন আবেগ নেই মোহনবাগানের কোচ আন্তোনিয়ো লোপেস হাবাসের। এদিন এমনটাই স্পষ্ট জানিয়েছেন তিনি। হাবাসের , লক্ষ্য তিন পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে ওঠা। অধিনায়ক শুভাশিস বসুর মুখেও একই কথা।
আরও পড়ুন – ডার্বির টিকিটে ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ, মিটল কি সমস্যা?






































































































































