কেন নারী দিবসে প্রকাশ্যে এল দেবী? মেয়েকে নিয়ে উচ্ছ্বসিত বিপাশা

0
1

আন্তর্জাতিক নারী দিবসে নিজের মেয়ে দেবীর ছবি ভিডিও প্রকাশ্যে আনেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার (Bipasa Basu Karan Singh Grover)। এরপরই ‘ফাইটার’ গার্লকে শুভেচ্ছা জানিয়েছে নেটদুনিয়া। কিন্তু দেবীর জন্মের এত দিন পরে ঠিক নারী দিবসেই তাঁকে প্রকাশ্যে আনার কারণ কী? বিপাশা বলছেন দেবী সেই মেয়ে যে ছোট থেকেই লড়াই করছে। সেলেব সন্তান বলে বিশেষ কোনও সুবিধা পাইনি সে। হার্টে ছিদ্র নিয়ে জন্মানো একরত্তি যেভাবে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ এত প্রাণোচ্ছল ভাবে ধরা দিয়েছে সেটা সত্যি শেখার মতো। সহধর্মিণীর কথায় সহমত জানিয়েছেন অভিনেতা করণ। আসলে মেয়েকে ‘ফাইটার’ নাম যে তিনিই দিয়েছেন।

শিবরাত্রি এবং নারী দিবসেই দেবীদর্শন করিয়েছেন বিপাশা। সোশ্যাল মিডিয়ায় যে ছবি আপলোড করা হয়েছে সেখানে ছোট্ট দেবীর পরনে রয়েছে গোলাপি ফ্রক, সঙ্গে ম্যাচিং করা গার্ডার গিয়েই মাথার চুল দুদিকে বাঁধা। কেউ কেউ তো বলছেন, মেয়ে একেবারে বাবা করণ সিং গ্রোভারের মতোই দেখতে হয়েছে।