এই নিয়ে দ্বিতীয়বার, ফের পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলি জারদারি

0
3

পাকিস্তানেরর ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আসিফ আলি জারদারি। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন তিনি। প্রসঙ্গত পিপিপির (PPP) সমর্থনেই সরকার গঠন করেছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ। বিশ্লেষকরা বলছেন, নওয়াজ-শাহবাজদের দিকে বন্ধুত্বের হাত বাড়ানোয় ‘পুরস্কার’ পেলেন জারদারি।

৬৮ বছরের জারদারিকে যৌথভাবে প্রার্থী করেছিল পিপিপি এবং পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ। প্রতিপক্ষ ছিল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মহম্মদ খান আচাকজাই (৭৫)। পাক সংসদ সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫টি ভোট পেয়েছেন তিনি। প্রতিপক্ষ মহম্মদ খান পেয়েছেন ১১৯টি ভোট। সংখ্যাগরিষ্ঠতার জোরেই পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আসিফ আলি জারদারি।

জারদারি এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম বেসামরিক ব্যক্তি হিসেবে দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে চলেছেন। ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা আসিফ আলী জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী ছিলেন। বেনজির বোমা হামলায় নিহত হওয়ার পর আসিফ রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে গর্বিত দ্রাবিড়