লক্ষ্য মহিলা ক্ষমতায়ন, নারী দিবসে মহিলা পরিচালিত জোড়া বিদ্যুৎ সাব-স্টেশনের উদ্বোধন বিদ্যুৎমন্ত্রীর

0
1

এই মুহূর্তে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস বাংলার শাসন ক্ষমতায় আসার পর থেকেই নারী সম্মান ও মহিলাদের ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। কন্যাশ্রী থেকে রূপশ্রী কিংবা লক্ষ্মীর ভাণ্ডার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্পগুলি আজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে সমাদৃত। মহিলাদের আত্মনির্ভর করে তুলতে রাজ্যে বেড়েছে একের পর এক স্বনির্ভর গোষ্ঠী।

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ভারতবর্ষে সর্বপ্রথম ১০০ শতাংশ মহিলাদের দ্বারা পরিচালিত দুটি বিদ্যুৎ সাব-স্টেশনের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু ও বিদ্যুৎ বন্টন ও সংবহন সংস্থার শীর্ষ আধিকারিকরা।

যে দুটি সাব স্টেশনের উদ্বোধন হলো তার একটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার সল্টলেক ১৩২ কেভি জিআই সাব-স্টেশন এবং অপরটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার এলিটা গার্ডেন ভিস্তা (রাজারহাট, নিউটাউনে অবস্থিত) ৩৩ কেভি সাব-স্টেশন। সল্টলেক ১৩২ কেভি জিআই সাব-স্টেশনের বিদ্যুৎ সংবহনের ক্ষমতা ২*৫০ এমভিএ। এই সাব-স্টেশনটির সল্টলেকের সেক্টর১, সেক্টর-২ সেক্টর-৩, সল্টলেক স্টেডিয়াম সহ মেট্রো রেলের ইস্ট-ওয়েস্ট লাইনে আরও উন্নতমানের বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা হবে। একইসঙ্গে সল্টলেক স্টেডিয়াম ১৩২ কেভি জিআই সাব-স্টেশনটিও রিমোট অটোমেশনের মাধ্যমে এই সাব-স্টেশন থেকেই পরিচালনা করা হবে।

এলিটা গার্ডেন ভিস্তা সাব-স্টেশনটির ক্যাপাসিটি ১২ এমভিএ। এটি প্রায় ২০০০ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করবে। এই সাব-স্টেশনটি চালু হওয়ার ফলে রাজারহাট নিউটাউনের বিস্তীর্ণ এলাকায় আরো সুষ্ঠুভাবে বিদ্যুৎ বন্টন করা যাবে এবং ভবিষ্যতে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা অতি সহজেই মেটানো সম্ভব হবে।এই দুটি বিদ্যুত সাব-স্টেশনের সমগ্র অনুমোদিত “ম্যানপাওয়ার” (বিদ্যুৎ সংবহন সংস্থার ক্ষেত্রে ২৬ জন, বিদ্যুৎ বন্টন সংস্থার ক্ষেত্রে ৮ জন) অর্থাৎ ইন-চার্জ, কর্মী, টেকনিক্যাল অপারেটর, সিকিউরিটির যাবতীয় দায়িত্ব সম্পূর্ণটাই ২৪*৭ রয়েছে মহিলা কর্মীদের ওপর।

প্রকল্পের উদ্বোধনের পর এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত আমাদের রাজ্যই মহিলাদের ক্ষমতায়নে এই অভূতপূর্ব নিদর্শন রাখল। এই ধরনের ব্যবস্থা গ্রহণ সামাজিক ক্ষেত্রেও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।”